পাগলা মসজিদের দান বাক্সে মিলল ১২ বস্তা টাকা, চলছে গণনা

আজ সকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে কোটি টাকা, স্বর্ণালঙ্কার আর বিদেশি মুদ্রা! এবারও মাত্র তিন মাসে পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেছে ১২ বস্তা টাকাসহ বিদেশি মুদ্রা ও সোনাদানা।

আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় মসজিদের বিভিন্ন স্থানে রাখা ৮টি বড় লোহার দানবাক্স খোলা হয়। বড় বড় লোহার সিন্দুক খুলে বের করে আনা হয় বস্তা বস্তা টাকা।

এর পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা বের করে ১২টি প্লাস্টিকের বস্তায় ভরা হয়। এগুলো দ্বিতীয় তলার মেঝেতে নিয়ে ঢালা হয়। শুরু হয় গণনা।

গণনার কাজে অংশ নেয় স্থানীয় একটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ ক্যাম্পাস মাদরাসার শতাধিক শিক্ষার্থী।

অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা জানান, সারাদিন গণনা শেষে বিকেল জানা যাবে টাকার পরিমাণ।