পেসার হয়েই জন্মেছে তাসকিন: ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

এবার তাসকিন আহমেদে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি বলেছেন, একজন আগ্রাসী পেসারের সব গুণ তাসকিনের মধ্যে রয়েছে। দারুণ রান আপ ও অ্যাকশনের সাথে তাসকিনের রয়েছে আগ্রাসন। বাংলাদেশের স্লো উইকেটে ওর উন্নতি কম হয়েছে। তাসকিন পেসার হয়েই জন্মেছে। ওর দেশের বাইরে বেশি বেশি খেলা প্রয়োজন।

এদিকে তাসকিন প্রশংসায় মেতেছেন সাবেকরা! এবারের বিশ্বকাপে পেস-বাউন্স-গতি বৈচিত্র্যে তাসকিন ছাড়িয়ে গেছেন নিজেকে। চেষ্টা করলে ১৫২ কিলোমিটার গতি তুলতে পারবেন এই স্পিডস্টার, জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বিশ্ব ক্রিকেটে শীর্ষস্থানীয় পেসারদের তালিকায় নিজের নাম লেখানোর পথে আছেন তাসকিন, এমনটাই দাবি ধারাভাষ্যকার অ্যালেন উইলকিংসের। তবে ঘরোয়া ক্রিকেটের স্লো উইকেটই তাসকিনের দ্রুত উন্নতির পথে বড় অন্তরায় বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।

গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের দিনেও দেখা গেছে তাসকিন আগ্রাসন; যেন প্রতিকূলতার মধ্যেও জ্বলে ওঠা বারুদ। শুরুতে কিছুটা খরুচে হলেও ফিরে আসেন আপন মহিমায়।

দক্ষিণ আফ্রিকা ম্যাচে এইডেন মার্করামের মতো টেকনিক্যালি শক্তিশালী এক ব্যাটারকে অফস্ট্যাম্প করিডোরে বোকা বানিয়ে করেছেন দৃষ্টিনন্দন আউট। গেল ২ বছরের পরিশ্রম বিফলে যেতে দেননি এই এক্সপ্রেস পেসার। নজড় কেড়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন ও ধারাভাষ্যকার অ্যালেন উইলকিংসের।

এদিকে ধারাভাষ্যকার অ্যালেন উইলকিংস বলেছেন, ‘শক্তিশালী শারীরিক গঠনে তাসকিন শুধু পেস নয়, গতি বৈচিত্র্য দিয়েও ব্যাটারকে চ্যালেঞ্জ ছুড়ছেন। ভ্যারিয়েশনও আছে ওর।’ বিশ্বকাপে ভিন্ন এক তাসকিনকে দেখেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। গতি বৈচিত্র্যের পাশাপাশি কাটারও রপ্ত করেছেন তিনি। অদূর ভবিষ্যতে একজন এক্সপ্রেস পেসারের অভাব পূরণ করবেন তাসকিন, এ বিশ্বাস খালেদ মাহমুদের।