প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ

বাংলাদশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মাহমুদউল্লাহ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দারুণ একটি মাইলফলক-এর সামনে দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এই ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাইলফলক গড়তে মাহমুদুল্লাহ রিয়াদের প্রয়োজন আর মাত্র ৬০ রান।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১১০ ম্যাচের ১০২ ইনিংসে ১৯৪০ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার হাফ সেঞ্চুরি রয়েছে ৬ টি। এ ম্যাচে ৬০ রান করতে পারলে বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে ২ হাজার রান ক্লাবে নাম লেখাবেন মাহমুদউল্লাহ।