প্রথম বাংলাদেশি হিসেবে দুর্দান্ত রেকর্ড গড়লেন মুশফিক

আজ সেঞ্চুরি না পেলেও আজ একটি মাইলফলকের দেখা পেয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে আজ ১০ হাজার বল খেলার মাইলফকের দেখা পেয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্টও খেলেছেন মুশফিক।

এদিকে চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে মুশফিক বল মোকাবেলা করেছিলেন ৯ হাজার ৮০৩টি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি ২২৫ বল মোকাবেলা করে রান করেছেন ৯১। এখন টেস্ট ক্রিকেটে মুশফিকের বল মোকাবেলার সংখ্যা দাঁড়িয়েছে ১০০২৮ টিতে।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে তামিম ইকবাল (৮২৯০ বল), তৃতীয় স্থানে সাকিব আল হাসান (৬৩৭৯ বল), চতুর্থ স্থানে মুমিনুল হক (৬১৪৩ বল) এবং পঞ্চম স্থানে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (৫৯৪০ বল)।

এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ভারতীয় কিংবদন্তি এবং বর্তমানে বিরাট কোহলিদের কোচ রাহুল দ্রাবিড়ের। ১৬৪ টেস্টের ক্যারিয়ারে ৩১২৫৮ বল খেলেছেন তিনি।