ফাইনালে নিজের জাত চেনালেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭২।

বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে অজিদের প্রয়োজন ১৭৩ রান। ওয়ানডেতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টিতে সেরা হতে মরিয়া। অন্যদিকে আইসিসি ইভেন্টে শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা নিউজিল্যান্ড নিজেদের প্রথম শিরোপা জিততে চায়।

ম্যাচে ৩২ বলে অর্ধশত পূরণ করেছেন উইলিয়ামসন। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৮৫ রানে আউট হন তিনি।

বিস্তারিত আসছে…