ফুটবল ইতিহাসে আমার আর রোনালদোর লড়াই আজীবন লেখা থাকবেঃ মেসি

সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।

নতুন খবর হচ্ছে, চলতি মৌসুম শুরুর আগেই ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে বার্সা ছেড়ে পিএসজিতে চলে এসেছেন তিনি।

এর আগের এক দশকের বেশি সময় মেসি ও রোনালদোর লড়াই রোমাঞ্চ ছড়াতো বিশ্বজুড়ে। দুজন খেলতেনও চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে।

এখন সবকিছুই অতীত। তবে রোনালদোর সঙ্গে দ্বৈরথের সময়গুলো ‘সুন্দর স্মৃতি’ বলছেন মেসি। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছেন এই লড়াই উপভোগ করার কথাও।

সাক্ষাৎকারে মেসি বলেছেন, “অনেক দিন হয়ে গেছে আমরা একই লিগে প্রতিদ্বন্দ্বীতা করছি না। আমরা ব্যক্তিগত ও দলীয়ভাবে লড়াই করতাম একই লক্ষ্যে। এটা খুবই সুন্দর সময় ছিল আমাদের ও সমর্থকদের জন্য। কারণ তারা এটা খুব উপভোগ করতো। ওগুলো খুব সুন্দর স্মৃতি, যা ফুটবলের ইতিহাসে আজীবন লেখা থাকবে।”