বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান

পাকিস্তান- বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, প্রথম দুই ম্যাচের ফলে বিস্ময়ের উপকরণ নেই খুব একটা। অনুমিতভাবে প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। প্রত্যাশা পূরণের হাত ধরে এবার তারা হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশকে।

বিশ্বকাপে দুই দলের যা পারফরম্যান্স, তাতে এই সিরিজে পাকিস্তানের জিততে না পারাটাই হতো অবাক করার মতো। তেমন অপ্রত্যাশিত কিছু ঘটেওনি। প্রথম ম্যাচে যদিও লড়াই বেশ জমাতে পেরেছিল বাংলাদেশ। ম্যাচ শেষের ৩ ওভার আগ পর্যন্তও ম্যাচে সম্ভব ছিল যে কোনো ফলই। তবে শেষ পর্যন্ত পাকিস্তান জিতে নেয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে শনিবার বাংলাদেশ তেমন লড়াই করতেই পারেনি।

ম্যাচ শেষে পাকিস্তানের ব্যাটসম্যান ফখর আজম বললেন, এখন তারা সামনে তাকিয়ে পরের লক্ষ্য পূরণের দিকে।

“দেশের বাইরে খেললে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তৃতীয় ম্যাচ জিততে এবং ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে।”

পাকিস্তানের জয়ের ভিত এ দিন গড়ে দেন বোলাররাই। বাংলাদেশকে তারা আটকে রাখে ১০৮ রানে। তবে বোলারদের দারুণ পারফরম্যান্সের ম্যাচেও ম্যান অব দা ম্যাচ ফখর জামান। ৫১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান।