বাংলাদেশকে ১৫ লাখ টিকা উপহার দিয়েছে সৌদি আরব

এবার বাংলাদেশকে সৌদিআরব ১৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ও চিকিৎসাসামগ্রী উপহার দিয়েছে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদির রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় সৌদির রাষ্ট্রদূত করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও সিদ্ধান্তের সমর্থন জানান। তিনি জানান, সৌদি সরকার দুই দেশের সম্পর্ক জোরদার করতে কাজ করবে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, মহামারির সময় সৌদি সরকার প্রবাসীদের চিকিৎসার ব্যবস্থাসহ নানা ধরনের সাহায্য সহযোগিতা করে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলেও জানানো হয়।

এদিকে প্রবাসীদের সিনোফার্ম ভ্যাকসিন অনুমোদন দিতে সৌদি সরকারের সাথে আলোচনা করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।