বাংলাদেশের মানুষের ‘ক্রিকেটপ্রেমে’ মুগ্ধ পাকিস্তান তারকা

এর আগে শেষবার যখন বাংলাদেশে পা রেখেছিল পাকিস্তান দল, তখনও এসেছিলেন ইফতিখার আহমেদ; এবারের দলেও আছেন তিনি। বাংলাদেশে আসার সেই স্মৃতি মনে করতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কথা বিশেষভাবে বলেছেন পাকিস্তান তারকা।

ইফতিখার বলেন, “২০১৬ সালেও একবার এখানে খেলেছি। এখানে খেলার অভিজ্ঞতা দারুণ। এখানকার প্রত্যেকেই ক্রিকেটকে ভীষণ ভালোবাসে। বিমানবন্দর থেকে যখন বেড়িয়ে আসছিলাম, অসংখ্য মানুষ আমাদের স্বাগত জানিয়েছে।”

এদিকে চলতি বিশ্বকাপ দলের সাথে ছিলেন না ইফতিখার। যোগ দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে, মোহাম্মদ হাফিজের পরিবর্তে। দলের প্রত্যেককেই বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে তার। তিনি বলেন, “ওদের সাথে এখানে এসে দেখা করেছি। বিশ্বকাপ শেষে সকলেই বেশ আত্মবিশ্বাসী ভালো খেলতে। আমরা অনেক মজা করছি এখানে এসে।”

এ সময় বাংলাদেশের কন্ডিশন নিয়ে ইফতিখার বলেন, “এখানকার পিচও বেশ স্লো। আগামীকাল সোমবার আমরা অনুশীলন করবো, তখন আরও ভালোমতো এখানকার কন্ডিশন বুঝতে পারবো। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে যেকোনো কন্ডিশনের সাথেই মানিয়ে নিতে হবে।”

ইফতিখার আরও বলেন, “নিজের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। দেশের জন্য খেলতে চাই।”