বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। এদিন ওপেনিংয়ে নেমে বাংলাদেশ দলের এই ব্যাটার শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বোলাদের ওপর চড়াও হয়ে খেলেছেন।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৭৫ রানের। রুমানা আহমেদ ও সালমা খাতুন দু’জন ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। মঙ্গলবার জিম্বাবুয়েতে তাদেরও ছাড়িয়ে গেছেন শারমিন। এই ম্যাচের আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন।

মঙ্গলবার দেখে শুনে ১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির দেখা পান অভিজ্ঞ এই ব্যাটার। নিজের ২৬তম ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি গড়লেন।

যুগ যুগ ধরে ছেলেদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে মেহরাব হোসেন অপির নাম আসছে। এখন থেকে মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেব শারমিন আক্তার সুপ্তার নামটিও ইতিহাসে জ্বলজ্বল করবে। শেষ খবর পর্যন্ত তার ব্যাটে চড়েই বড় সংগ্রহের দিকে ছুটছে বাংলাদেশ।