বাংলাদেশে কেন জস বাটলাররা তৈরি হয় নাঃ জানালেন তামিম

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দানবীয় ফর্মে আছেন জস বাটলার। সীমিত ওভারের ক্রিকেটে বাটলারের মতো ক্রিকেটারকে দলে চাইবে যে কেউ। কখনো ক্রিকেটীয় ব্যাকরণের বাইরে গিয়ে সারা মাঠে শট খেলা অথবা ক্রিকেটীয় ব্যাকরণ মেনে মাঠের চতুর্দিকে শট খেলা- সবই যেন সম্ভব বাটলারের ব্যাটে। বিধ্বংসী এই ব্যাটসম্যানের মতো কেউ বাংলাদেশের ক্রিকেটে কেন তৈরি হয় না, তা নিয়ে তামিম ইকবাল শো’তে কথা বলেছেন স্বয়ং তামিম ইকবাল!

সেই অনুষ্ঠানটিতে ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে আলাপকাপে তিনি বলেন, ‘আমার মনে হয় কি স্যার, আমরা সবাই চাই জস বাটলারের মতো কাউকে বের করে আনি। কিন্তু আমাদের মানসিকতা এখনো পিছিয়ে আছে। যেমন স্কুপ করে আউট হওয়া যাবে না। সোজা ব্যাটে এক এক রান করে খেলা শেষ করতে হবে। আপনি যদি আফিফকে আমার মতো বানাতে চান তাহলে তো এই ধরনের ক্রিকেটার আসবে না।’

তিনি আরও বলেন, ‘জস বাটলার যখন আসলো, ও কিন্তু পুরোপুরি আরেক রকমের খেলোয়াড় ছিল। পেছনে খেলত বা বিভিন্ন শট খেলত। আমার মনে হয় না আমরা এই জিনিসটার জন্য তৈরি আছি, যে এভাবেও ক্রিকেট খেলা যায়। আপনি যদি বলেন আমরা জস বাটলারের মতো কাউকে বের করি না। কেন করি না? এই জিনিস থেকে আপনাদের বের হতে হবে। আফিফ বা আরও যারা আছে ওদের ওভাবে থাকতে দিন। যদি আপনার পছন্দ না হয় ওর খেলার ধরন তাহলে আপনি ওকে নির্বাচনই করবেন না।’

এ সময় মুশফিকের নেতিবাচক মন্তব্য নিয়ে তামিম বলেন, ‘একটা নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে এখন আলোচনা চলছে যে কেন সে স্কুপ খেলে, রিভার্স সুপ খেলে। এটা নিয়ে সবাই অনেক বলছে এবং সেটা ওই প্লেয়ারের কানেও যাচ্ছে। এখন ধরেন সামনের কোনও ম্যাচে স্কুপ, রিভার্স সুপ বা সুইপ করার সুযোগ আসছে, সে কিন্তু সেটা করবে না। মনের মধ্যে ভয় কাজ করবে।’