বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখা যাবে ইউটিউবে

বাংলাদেশ-পাকিস্তান এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ। আর এই সিরিজটি টেলিভিশনের পাশাপাশি সরাসরি দেখা যাবে ইউটিউবেও। তবে শুধুমাত্র বাংলাদেশ থেকেই এই সিরিজের খেলাগুলো দেখা যাবে ইউটিউবে।

বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশের হোম সিরিজের ম্যাচগুলো ইউটিউবে উপভোগ করতে পারছেন দর্শকরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি ইউটিউবে দেখা যাবে। নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আসন্ন সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে দেশীয় স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস ও র‍্যাবিটহোল। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষরা।

শুধু ইউটিউবেই নয় পাকিস্তানের বিপক্ষে সিরিজটি দেখা যাবে টি-স্পোর্টস ও জিটিভির পর্দায়। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের ম্যাচগুলো র‍্যাবিটহোলের পাশাপাশি টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও সম্প্রচার করা হয়েছিল।