বাংলাদেশ বিশ্বকাপে খেলেছে এটাই তো বেশি: প্রধানমন্ত্রী

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যাচ মিস ছাড়াও বাংলাদেশের ভরাডুবির আরও তিনটি কারণ হয়েছে যা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছেই।

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে মানুষ এতো হতাশ হয় কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এই হতাশা দেখতে চাই না। কথায় কথায় হতাশ হওয়া ঠিক না।

বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স খরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা এতো হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। মহামারির কারণে ঠিকমতো অনুশীলন করতে না পেরেও তারা বিশ্বকাপে খেলছে এবং বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা। বাংলাদেশ বিশ্বকাপে খেলে এসেছে, এটাই তো বেশি। আমি বলবো, যেটুকু পেরেছে সেটাই ভালো।