বাংলা সিনেমায় আয়াতুল কুরসি, দেখা যাবে অনলাইনে

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। (নাসাঈ)

নতুন খবর হচ্ছে, রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপূরাণ’ মুক্তির ১ বছর পূর্ণ হয় ৮ নভেম্বর। নির্মাতা তার ছবিতে পবিত্র কুরআন-এর সুরা বাকারার ২৫৫ নাং আয়াত (আয়াতুল কুরসি) ব্যবহার করেন।

আয়াতুল কুরসির সেই অংশের বাংলা অনুবাদ পাঠ করেন মীর রাব্বি। সেই ভিডিওটি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

নির্মাতা বলেন, ‘সৃষ্টিকর্তা তার নিজের পরিচয় দিয়েছেন পবিত্র কুরআন’এ সুরা বাকারা’র ২৫৫ নাং আয়াতে (আয়াতুল কুরসি)। পদ্মাপূরাণ সিনেমায় মহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণায় বাংলায় আয়াতুল কুরসি’র ব্যবহার হয়েছে।’ গত (৮ অক্টোবর) ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মুক্তি পেয়েছিল ‘পদ্মাপুরাণ’।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।