বাবর-মালিক-রিজওয়ানকে ছাড়া অনুশীলনে পাকিস্তান

বাংলাদেশ- পাকিস্তান এর খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই

নতুন খবর হচ্ছে, বাংলাদেশ সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দল শুরু করেছে আনুষ্ঠানিক অনুশীলন। সোমবার (১৫ নভেম্বর) সকালে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে অনুশীলন শুরু করে দলটি। যদিও দলের সাথে অনুশীলনে নামেননি তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান।

পাকিস্তানের ৩০ সদস্যের সফরকারী বহরের ২৭ জন ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন। বাকি যারা রয়েছেন তাদের মধ্যে আছেন অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। দুইজনই বাংলাদেশে পা রাখবেন মঙ্গলবার (১৬ নভেম্বর)।

স্বভাবতই বাবর ও মালিক ছিলেন না আজকের অনুশীলনে। তবে অনুশীলনে দেখা যায়নি রিজওয়ানকেও। এছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা মিরপুরে অনুশীলন সেশন শুরু করেছেন।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।