বাবাকে নির্বাচনে জয়ী করতে দ্বারে দ্বারে ঘুরছেন নায়ক সাইমন

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেতা বিনোদন প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে সাইমন অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার।

নতুন খবর হচ্ছে, চিত্রনায়ক সাইমন সাদিক রাজনৈতিক পরিবারের সন্তান। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার বাবা সাদেকুর রহমান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাদেকুর রহমান আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাবার নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। বাবার পক্ষ থেকে ভোট চাইছেন। বাবাকে নির্বাচনে জয়ী করতে তার প্রাণান্তকর চেষ্টা অনেকের নজর কেড়েছে। তার সরব উপস্থিতি ভোটের উৎসবে বিভিন্ন বয়সের নারী-পুরুষের কাছে ভিন্ন এক আনন্দের উপলক্ষ তৈরি করেছে।

বাবার নির্বাচনী প্রচারে সাইমন ‘বায়া দে’ শিরোনামে একটি গানও লিখেছেন। গানে কণ্ঠ ও সুর-সংগীতায়োজন করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত।

সকাল থেকে রাত পর্যন্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন, উঠান বৈঠক, পথসভা ও মিছিল-মিটিং করছেন সাইমন। এলাকার মানুষও তাকে কাছে পেয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে কাজ করছেন।