বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালেই হয়: আইনমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বাকিটা আইনগত ব্যাপার।

নতুন খবর হচ্ছে, বিএনপি যদি মনে করে যে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে সেক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি অংশ গ্রহণ করে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, একজন সাজাপ্রাপ্তকে আইন দ্বারা যে সুযোগ-সুবিধা দেয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেয়া হয়েছে।

এ সময় তিনি দেশের উন্নয়ন নিয়েও কথা বলেন। মন্ত্রী বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াসও করেছিলো। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।