বিপ্লবকে দিয়ে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র বিপ্লব। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাদশে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু একাদশে সুযোগ পেলেও বোলিংয়ের সুযোগ পাননি তিনি। পাকিস্তানকে ১২৮ রানের টার্গেটে বোলিং করতে নেমে শুরুটা ভালই করেছিল বাংলাদেশ।

কিন্তু ২ বাঁহাতি ব্যাটসম্যান ফখর জামান এবং খুশদিল শাহর জন্য আমিনুল ইসলাম বিপ্লব কে বলিনি আনেননি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ তরুণ স্পিনারকে বোলিংয়ে আনা হলো, খেলার একেবারে শেষ ওভারে। যখন পাকিস্তানিদের জিততে দরকার ছিল মাত্র ২ রান।

প্রথম বলে কোন রান না দিলেও দ্বিতীয় বলেই শাদাব খানের কাছে বিশাল এক ছক্কা খেলেন বিপ্লব। আর তাতেই জয়ের বন্দরে পৌছে গেল পাকিস্তানিরা।

পঞ্চম বোলার হিসেবে বিপ্লবকে দলে রাখা হলেও তাঁকে বোলিং না দিয়ে অধিনায়ক বল করায় খানিকটা অবাক হয়েছেন অনেকেই। কেন বিপ্লবকে বোলিংয়ে আনা হয়নি, ম্যাচ শেষ এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহকে।

তবে ম্যাচ শেষে বিপ্লবকে বোলিংয়ে না আনার কারণ জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ বলেন, “পরিকল্পনা ছিল বোলিং করানোর। দুইজন বাঁহাতি ব্যাটার থাকার কারণে আমাকে বোলিং করতে হয়।”