বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিশ্বরেকর্ড গড়লো পাকিস্তান

এবার পাকিস্তান যেন উড়ছে। আগের তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল পাকিস্তান। আর গতকাল নামিবিয়াকে ৪৫ রানের হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেললো বাবর আজমরা।

এদিকে এবারের আসরে সেমিফাইনাল নিশ্চিত করার সাথে সাথে প্রথম দল হিসেবে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে সেমিফাইনাল খেলার অনন্য রেকর্ড করল পাকিস্তান।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ১৯০ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় পাকিস্তান। জবাবে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে নামিবিয়া।

এদিন ৫০ বলে মোহাম্মদ রিজওয়ান করেন ৮ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন মোহাম্মদ রিজওয়ান এছাড়া বাবর আজম ৪৯ বল খেলে ৭০ রান করেন।