বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জেসন রয়, দলে ফিরলেন ভিন্স

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামার আগে বড় ধাক্কাই খেলো ইংল্যান্ড ক্রিকেট দল, ইঞ্জুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওপেনার জেসন রয়। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে ব্যাটার জেমস ভিন্সকে, ইঞ্জুরির কারণে বিশ্বকাপ দল থেকে দুই ক্রিকেটারকে হারালো ইংলিশরা।

এদিকে জেসন রয়ের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), বদলি ক্রিকেটার হিসেবে জেমস ভিন্সকে এপ্রুভ দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় কাফ ইঞ্জুরিতে পড়েন জেসন রয়, সতীর্থদের কাধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ এই ওপেনার। তখনই বুঝা যাচ্ছিলো বিপদই ঘটতে যাচ্ছে ইংলিশদের, শেষ পর্যন্ত টুর্নামেন্টই শেষ হয়ে গেলো রয়ের।

জেসন রয়ের আগে ইঞ্জুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান পেসার টাইমাল মিলসও, তার বদলি হিসেবে যুক্ত করা হয় রিস টপলিকে। জেমস ভিন্স ও রিস টপলি দুজনেই ইংল্যান্ডের রিজার্ভ দলে ছিলেন।