বিশ্বকাপ থেকে বাদ পড়ে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রাভো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার সুপার টুয়েলভেই বাদ পড়েছে। বাদ পড়ার পরপরই অবসরের ঘোষণা দিয়েছেন দলটির সুপারস্টার অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।

এদিকে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানাতে চলেছেন। এর আগে একবার অবসর নিলেও শিরোপা পুনরুদ্ধারের আশায় টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় নিয়েছেন অবসরের সিদ্ধান্ত।

এর আগে কাইরন পোলার্ড জানিয়েছেন, ঘরের মাঠে আর খেলা হবে না ব্রাভোর। অবসরের মত সিদ্ধান্ত আসতে পারে তা তাই অনুমিতই ছিল।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ক্যারিবীয়রা। এরপর অবসরের ঘোষণা দিয়ে ব্রাভো বলেন, ‘আমার মনে হয় সময়টা এসে গেছে। আমার ভালো এক ক্যারিয়ার ছিল। অনেক উত্থানপতন নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করেছি, এই অঞ্চল ও ক্যারিবীয় মানুষদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি কৃতজ্ঞ।’