বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা দলে তরুণদের জয়জয়কার, আছেন মেসিও

নিঃসন্দেহে ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ৯০ মিনিটের এই খেলায় খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর খেলা মানেই রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা। একজন খেলোয়াড়ের রেকর্ড আরেক খেলোয়াড় ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড গড়বে, সৃষ্টি করবে নতুন এক ইতিহাস।

নতুন খবর হচ্ছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। পায়ের পেশির চোট থাকলেও লিওনেল স্কালোনির এই দলে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি।

সপ্তাহ খানেক বাদে শুরু হতে যাওয়া বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।

এর ঠিক চার দিন পর তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে ঘরের মাঠে।

ম্যাচ দুটির জন্য দলে অনেক পরিবর্তন এনেছেন স্কালোনি। ৩৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন সাত সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। সেই সাথে ফিরেছেন ডিবালাও। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক

ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটালান্টা)

ডিফেন্ডার

গনজালো মনটিয়েল (সেভিয়া), নাহুয়েল মোলিনা (উদিনেজে), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস ট্যাগলিয়াফিকো (আয়াক্স), গাস্তোন আভিলা (রোজারিও সেন্ট্রাল)

মিডফিল্ডার

মার্কোস আকুনা (সেভিয়া), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), নিকোলাস ডোমিংগুয়েজ (বোলোনিয়া), রদ্রিগো ডি পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আনহেল ডি মারিয়া (পিএসজি), থিয়াগো আলমাদা (ভেলেস), ক্রিস্তিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), মাতিয়াস সুলে (জুভেন্টাস)

ফরোয়ার্ড

লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), পাওলো দিবালা (ইউভেন্তুস), হুলিয়ান আলভারেস (রিভার প্লেট), সান্তিয়াগো সিমোন (রিভার প্লেট), এসেকিয়েল সেবাইয়োস (বোকা জুনিয়র্স), ফেদেরিকো গোমেজ (রিভার প্লেট)