বিশ্বমানের বোলার হতে চাইঃ তাসকিন

এবার পাকিস্তান সিরিজ সামনে রেখে আগামীকাল সোমবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেন তাসকিন। এ সময় তিনি বলেন, ‘সত্যি বলতে বোলিংয়ে উন্নতির জন্য গত ২-৩ বছর ধরেই প্রসেস চলছে। এটা দুই-আড়াই মাসে হয়নি। এটার জন্য গত ২-৩ বছর ধরে কষ্ট করছি। আগের চেয়ে উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখনও প্রসেসেই আছি। এখনও অনেক কিছু শিখে ফেলিনি বা অনেক কিছু করে ফেলিনি। আগের চেয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে গতি ও লেন্থ ধারাবাহিক হয়েছে।’

তিনি বলেন, ‘তবে আমি এখনও শিখছি। দেশি ও বিদেশি কোচরা আমাকে অনেক সাহায্য করছেন। ভবিষ্যতে একজন বিশ্বমানের বোলার হওয়া, বড় মানের বোলার হওয়া আমার স্বপ্ন। এজন্য প্রসেস ঠিক রাখছি। ভালো খারাপ হবেই, কিন্তু প্রসেস ঠিক রাখতে চাই।’

এ সময় উইকেট প্রসঙ্গে তাসকিন বলেন, ‘ফাস্ট বোলাররা সবসময় বোলিং সহায়ক উইকেটে খেলতে চায়। কিন্তু সাদা বলে বোলিং সহায়ক উইকেটে কম খেলা হয়নি। স্পোর্টিং উইকেটই বেশি খেলা হয়। মিরপুরেও স্পোর্টিং উইকেট আশা করছি যেখানে ব্যাটার বোলার উভয়ই সুবিধা পাবে।’

তিনি আরও বলেন, ‘কন্ডিশন যেমনই থাক, বোলার হিসেবে ঐ কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। আমিও শিখছি কীভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায়, সব কন্ডিশনে মানিয়ে নেওয়া যায়। সব কন্ডিশনে যাতে সেরাটা দিয়ে ভালো করতে পারি এটাই আমার চ্যালেঞ্জ।’