ভারতের দল নির্বাচনে কোহলির ভূমিকা কিঃ ইংলিশ ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

এবার অধিনায়ক হিসেবে ব্যর্থ এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করতে যাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের পরে কোহলির নেতৃত্ব ফের চরম সমালোচনার মুখে। এর মধ্যেই অশ্বিনের সঙ্গে কোহলির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন সাবেক ইংলিশ ওপেনার নিক কম্পটন।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর কিউইদের কাছে হেরে ভারত আপাতত সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়ার মুখে। এর আগেও অবশ্য বেশ কয়েকবার কোহলিকে আক্রমণ করেছেন কম্পটন।

এবার তিনি রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কোহলির বৈরি সম্পর্কের প্রসঙ্গে টেনে বলেছেন, ‘আমি বুঝতেই পারছি না যে, কোহলির সঙ্গে কণ্টকাকীর্ণ সম্পর্ক মেনে নিয়ে অশ্বিনকে কেন নিয়মিত দলের বাইরে রাখা হচ্ছে অধিনায়কের এমন স্বেচ্ছাচারিতা কী চালিয়ে যেতে দেওয়া উচিত?’

এর আগে একবার কম্পটন বলেছিলেন, ‘ভারতের দল নির্বাচনের সময় কোহলির ভূমিকা নিয়ে কেউ কি আমাকে জানাবেন?’ এছাড়া আরেকবার তিনি কোহলিকে ‘গালিবাজ’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন।