ভারতের হয়ে খেলা বাড়তি চাপের: বিরাট

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো ভারত। কোহলিদের ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিলো নিউজিল্যান্ড। এই ম্যাচে হারের পর দলপতি বিরাট কোহলি জানালেন টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নামা সব সময় চাপের।

গতকাল রবিবার ম্যাচ শেষে বিরাট কোহলি ‘আমার মনে হয় ব্যাট-বলে আমরা যথেষ্ঠ শক্তিশালী। মাঠ ছাড়ার আগে আমাদের শক্তির জায়গাটা ছিল না। আপনি যখন ভারত দলের জন্য খেলেন, তখন আপনার প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকে। শুধু সমর্থকদের জন্য নয়, খেলোয়াড়দের কাছ থেকেও বিষয়টি এমন। তাই মাঠে নামার আগে সব সময়ই বাড়তি চাপ থাকে। দিনের পর দিন প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি।’

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারতীয়রা। শেষ বেলায় রবীন্দ্র জাদেজার ২৬ রানে ৭ উইকেটে ১১০ রানের মামুলি পুঁজি পায় ভারত। ট্রেন্ট বোল্ট তিনটি ও ইশ শোধি নেন দুটি উইকেট। জবাবে নেমে টি-টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করে নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়ে ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে কিউইরা। ড্যারিল মিচেল ৪৯ ও উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৩ রানে।

এদিকে বিরাট কোহলির ভাষায়, ‘দল হিসেবে যখন নামবেন তখন আপনাকে সেরাটাই দিতে হবে। তবে শেষ দুই ম্যাচে আমরা পারিনি। ভারতের হয়ে খেলেন, প্রত্যাশা বেশি তাই বলে আপনি আলাদা কিছু খেলছেন না। আমার মনে হয় আমাদের অবস্থা ভালোই। এখনও অনেক ক্রিকেট খেলা বাকি আছে।’