ভারত-আফগানিস্তান ম্যাচটি পাতানো ছিলঃ দাবি পাকিস্তানি অভিনেত্রীর

‘ক্রিকেট ইজ অ্যা জেন্টলম্যান’স গেইম’ বলে একটি কথা আছে। কিন্তু কোথাও লেখা দেখিনি বা শুনিনি যে ‘ক্রিকেট ইজ এ ফানি গেইম’। তবে অনেকেই মনে করে ক্রিকেট একটি মজার খেলা। আসলে মনে করাটাই স্বাভাবিক, কেননা ডব্লিউ জি গ্রেসের মতে এই আধুনিক ক্রিকেটটা আসলেই কয়েক’শ কোটি মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে।

নতুন খবর হচ্ছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে শুরু হয়েছে অদ্ভুত এক দাবি। অনেকেই বলছেন, গতকালের ম্যাচটি নাকি পাতানো ছিল। কিন্তু এখন পর্যন্ত সাধারণ দর্শকরাই এমন দাবি করেছেন। কোনো ক্রিকেটবোদ্ধা নন। পাকিস্তানের সাবেক গতিদাবন শোয়েব আখতারও ম্যাচটিকে পাতানো বলতে নারাজ। তবে শোয়েবের দেশের অভিনেত্রী সেহার শিনওয়ারির মতে, ম্যাচটি পাতানো ছিল।

প্রথম দুই ম্যাচে হারার পর আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তবে এই জয়কে পাতানো বলে অভিহিত করেছেন পাকিস্তানি ওই অভিনেত্রী। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইটারে লিখেন, ‘ভারত ভারতের মতোই খেলেছে।’ এরপর সেখানে পাকিস্তানি এই অভিনেত্রী মন্তব্য করেন, ‘বিসিসিআই ভালো একটি ম্যাচ কিনেছে।’

চির প্রতিদ্বন্দ্বী দেশের এক জনের করা এমন মন্তব্যে খেপেছেন আকাশ। কড়া জবাব দিয়ে আকাশ লিখেন, ‘ছোট মনের মানুষেরাই কেবল নোংরা কথা নিয়ে আসে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস