ভারত এখনো দলের সঠিক কম্বিনেশনই খুঁজে পায়নি: মুরালিধর

বর্তমানে ভারতের দলে দারুণ সব বোলার থাকলেও জসপ্রিত বুমরাহর ওপর তারা একটু বেশিই নির্ভর করে, এমনটা মনে করছেন মুত্তিয়া মুরালিধরন। এর প্রভাব পুরো দলের পারফরম্যান্সের ওপর পড়ছে, এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার এই স্পিন কিংবদন্তি।

এদিকে মুরালিধরনের মতে, এখনো দলের সঠিক কম্বিনেশনই খুঁজে পায়নি ভারত। যার কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে বিরাট কোহলির দলকে।

এ ব্যাপারে আইসিসির এক কলামে মুরালিধরন লিখেন, ‘ভারতের বোলিং আক্রমণ নিয়ে আমি চিন্তিত। জসপ্রিত বুমরাহ একজন ম্যাচ উইনার ক্রিকেটার। কিন্তু বোলিংয়ে ভারত তার ওপরে একটু বেশিই নির্ভর করে। আমার মনে হয় দলে একজন লেগস্পিনারের প্রয়োজন। অথবা রবিচন্দ্রন অশ্বিনের মতো কেউ।’

তিনি আরও লিখেছেন, ‘দুইজন ফাস্ট বোলারের পাশাপাশি তারা যদি হার্দিককে বোলিং করাতে পারে তাহলে দারুণ হবে। দলে সঠিক সমন্বয় দরকার। বুমরাহর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো উচিত।’

তিনি আরও লিখেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল তারাই, যাদের বোলিং আক্রমণ শক্তিশালী। পাকিস্তান ভয়ঙ্কর দল, কেননা হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদি তাদের দলে আছে। তারা ১৪০ কিমি বেগে বোলিং করতে পারে, ইয়র্কার এবং স্লোয়ারও দিতে জানে।’