ভোট পুনঃগণনার দাবি জানালেন পরাজিত নৌকা প্রার্থী

নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।

নতুন খবর হচ্ছে, শোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সানোয়ার হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে সানোয়ার হোসেন বলেন, গত ১১ নভেম্বর স্বরুপদাহ ইউনিয়নে নির্বাচনে একটি বিশেষ মহল গভীর, সুক্ষ কারচুপি ও ষড়যন্ত্র করে আমার (নৌকা) ফলাফল পরিবর্তন করেছেন। বিশেষ মহলটি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে সুবিধা গ্রহণ করেছেন। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর মদদে নৌকার সিল মারা ভোট বাতিল দেখানো হয়েছে।

তিনি বলেন, সুক্ষ কারচুপি করে শত শত নৌকা প্রতীকের ভোট চুরি করা হয়েছে। ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে গেজেট প্রকাশ বন্ধ রেখে পুনরায় গণনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।