মারা গেলেন সার্বিয়ার প্রধাম মুফতি ও সাংসদ

এবার সার্বিয়ার ইসলামিক কমিউনিটি প্রধান মুফতি ও সাংসদ শায়খ মুয়াম্মার জুকরলিক ইন্তেকাল করেছেন। গত শনিবার (৬ নভেম্বর) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ৫১ বছর।

এদিকে শায়খ মুয়াম্মার সার্বিয়ার সংখ্যালঘু মুসলিম বিশেষত সানজাক অঞ্চলের মুসলিমদের প্রধান নেতা ছিলেন। সানজাক অঞ্চলের মুসলিমদের অধিকার রক্ষায় তিনি সব সময় সক্রিয় ভূমিকা পালন করেন।

জানা যায়, শায়খ মুয়াম্মার ১৫ ফেব্রুয়ারী ১৯৭০ সালে সার্বিয়ার তুতিন অঞ্চলে জন্মগ্রহণ করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি আলজেরিয়া ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

এরপর ১৯৯৩ সালে তিনি সানজাকে ইসলামিক কমিউনিটির প্রধান মুফতি হিসেবে নির্বাচিত হয়। এরপর একাধারে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি সার্বিয়ার প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন।

এদিকে শায়খ মুয়াম্মার রাজনৈতিক প্রাঙ্গণেও সমান ভূমিকা পালন করেন। সার্বিয়ার রাজনৈতক দল জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন পার্টির নেতৃত্ব দেন। সর্বশেষ সার্বিয়ার পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।