মায়ের ভয়ে সংবাদ সম্মেলনে হিন্দিতে উত্তর দিলেন না ইশ সোধি

যখন ইন্দারবীর সিং সোধি (ইশ সোধি) এর বয়স ৪, তখন তার পরিবার ভারতের লুধিয়ানা (পাঞ্জাব) থেকে অকল্যান্ডে (নিউজিল্যান্ড) পাড়ি জমায়। অকল্যান্ডেই বেড়ে ওঠা সোধি এখন নিউজিল্যান্ড দলের মূল স্পিনার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইশ সোধি গতকাল বল হাতে দারুণ করেন। ভারতীয় ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভ রোহিত শর্মা ও ভিরাট কোহলিকে সাজঘরে ফেরান।

এদিন ৪ ওভারে মাত্র ১৭ রান হজম করে ২ উইকেট নিয়ে ভারতবধের মূল নায়ক তিনিই, ম্যাচসেরার পুরস্কারও পান তিনি। সেটিও আবার নিজের ২৯ তম জন্মদিনের দিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কিউইদের প্রতিনিধিত্ব করতে আসেন সোধি। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। এক সাংবাদিক তাকে এক প্রশ্নের উত্তর হিন্দিতে দিতে অনুরোধ করেন। অবশ্য হিন্দি ভুল হলে মা সিমরাট সোধি বকাঝকা করতে পারে, সেজন্য সেই পথে পা বাড়াননি সোধি।

এ সময় তিনি বলেন, ”আমার হিন্দি নিয়ে কাটাছেড়া হবে। আমার মনে হয় আমার মা এটা (সংবাদ সম্মেলন) দেখছে। যদি আমি বিন্দুমাত্র ভুল বলি (হিন্দি) তাহলে সে আমাকে কঠিন সময় উপহার দিবে! সুতরাং আমি ইংরেজীতে উত্তর দিবো। আশা করি আমি আমার হিন্দি একটু শোধরাতে পারব।’