মোহামেডানের হয়ে খেলতে পারেন বাবর আজম

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাবর আজম অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসন্ন মৌসুমে খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের। তার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত কিছু জানাননি পাকিস্তনের এই অধিনায়ক।

এমনটি মিডিয়াকে জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। তিনি বলছেন, বাবর আজমের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। এখনও পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি। মার্চে আমাদের ঢাকা লিগ শুরু হওয়ার কথা। সেই সময়ে যদি পাকিস্তানের কোনো খেলা না থাকে তাহলে বাবর আজম মোহামেডানের হয়ে খেলতে ঢাকায় আসতে পারে।

ঢাকা লিগে শিরোপা জিততে দুর্দান্ত টিম সাজিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটিতে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার সৌম্য সরকার ও তারকা পেসার তাসকিন আহমেদ।