রেজার ব্যাটিং ঝড়, ১০ চার ও ৬ ছক্কায় করলেন ৯৯ রান

চলতি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় লিগে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি পাননি রাজশাহী বিভাগের ফরহাদ রেজা। ঝড়ো ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করলেও আফসোস নিয়ে মাঠ ছাড়তে হয় এই অলরাউন্ডার। ঝড়ো ব্যাটিংয়ে ৯৯ রান করে ফেরেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে ৪২১ রানে থামে রাজশাহী। বরিশালের ৩৩৩ রানের বিপরীতে খেলতে নেমে পদ্মাপাড়ের দলটি ৮৮ রানের লিড দিয়ে ক্ষান্ত হয়। ১১১ বলে ১০ চার ও ৬ ছক্কায় ৯৯ রানের ইনিংসটি খেলেন ফরহাদ রেজা। আউট হন রুয়েল মিয়ার বলে।

এদিন তিনি ছাড়াও ফিফটি করেন জুনায়েদ সিদ্দিক, ফরহাদ হোসেন ও প্রিতম কুমার। জুনায়েদ সিদ্দিকী ৭১, প্রীতম কুমার ৬৭, করেন। ৮৮ রান পিছিয়ে থেকে আজ ব্যাটিংয়ে নামবে বরিশাল।

এদিকে বরিশালের হয়ে পেসার রুয়েল মিয়া ১৮ ওভারে ১২০ রান দিয়ে একাই নিয়েছেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন তিনি।