লাইসেন্স না পেয়ে পুলিশের মোটরসাইকেল আটকাল শিক্ষার্থীরা

রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নতুন খবর হচ্ছে, লাইসেন্স দেখতে চেয়ে না পাওয়ায় পুলিশের মোটর সাইকেল আটকিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি সড়কে শিক্ষার্থীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে।

ধানমন্ডির বিভিন্ন সিগন্যালে প্রাইভেট কার, বাস এবং মোটরসাইকেল চালকের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। এ সময় ধানমন্ডি জোনের ট্রাফিক কনস্টেবল মো. শফিকুল ইসলামের মোটরসাইকেল থামিয়ে লাইসেন্স দেখতে চায়। সে সময় শিক্ষার্থীরা তার কাছে লাইসেন্স পাননি। যদিও শফিকুল ইসলাম দাবি করছে, ছাত্ররা তার কাছ থেকে লাইসেন্সসহ মোটরসাইকেলের সব কাগজ নিয়ে গেছে।

পরে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে তেজগাঁওয়ের এডিসি রুবাইয়াত জামান আসেন। তিনি ছাত্রদের বলেন, তার লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। যদি তার লাইসেন্স না থাকে তাহলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।