শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার আইন চাইলেন রুমিন ফারহানা

জাতীয় সংসদে সব ধরনের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া প্রচলনের দাবি জানিয়ে সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, এ জন্য নতুন আইন পাস করতে হবে।

এর জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বেসরকারি গণপরিবহনে এমন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে পারি না। তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি গণপরিবহনে হাফ ভাড়া চালু হয়েছে।

গতকাল শনিবার ‘মহাসড়ক বিল-২০২১’ পাসের প্রক্রিয়ায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। এ সময় বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে হাফ ভাড়ার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী ওবায়দুল কাদের।