শুরুতেই দুই ওপেনারের বিদায়

ম্যাচের পঞ্চম ওভারে শাহীন শাহ আফ্রিদির শিকার হলেন সাইফ হাসান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে চার মেরেছিলেন। পরের বলে তার ব্যাট ছুঁয়ে কাঁধে লেগে উপরে উঠে শর্ট ফাইন লেগে আবিদ আলীর হাতে ধরা পড়ে বল। ৪.৩ ওভারে ১৯ রানে ভাঙল উদ্বোধনী জুটি। ১২ বলে ১৪ রান করেন সাইফ। এরপর ২৮ বলে ১৪ নিয়ে আউট হয়ে মাঠ ছাড়েন সাদমান।

প্রথম ওভারে শাহীন শাহ আফ্রিদির বল বুঝতে সময় লেগেছে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের। স্ট্রাইকে যেতে পারেননি অন্য ওপেনার সাইফ হাসান। মেডেন হয়। দ্বিতীয় ওভারে ব্যাটিং প্রান্তে দাঁড়িয়ে আগ্রাসী সাইফ। হাসান আলীকে তিন বলের মধ্যে দুটি চার মারেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।