শেরপুরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত

আল কুরআনুল কারিম আল্লাহর তাআলার বাণী। যা মানবতার মুক্তির সনদ। সকল বাণীর উপর কুরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখে থেকে যা উচ্চারিত হয়, তম্মধ্যে সর্বোত্তম পাঠ হচ্ছে আল কুরআনুল কারিম।

নতুন খবর হচ্ছে, শেরপুর জেলার নকলা উপজেলায় ঐতিহ্যবাহী “হিলফুল ফুযুল” সংগঠনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার দধিয়ারচর চরমধুয়া নামাপাড়া এলাকায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জমিয়া ইসলামিয়া সিরাজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফুয়াদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শেরপুর জেলা জমঈতে আহলে হাদিস’র সভাপতি ও পাঁচকাহনিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাজহারুল আলমের সভাপতিত্বে ও জিয়াউল হকের সঞ্চালনায় এ প্রতিযোগীতা অনুষ্ঠানে বিচারক হিসেবে ফুলপুর মাদ্রাসাতুস সুফফা এর পরিচালক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, হিলফুল ফুযুল সংগঠনের সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।