শোয়েব আখতারের কাছে সাড়ে ১১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে শোয়েব আখতার অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, রেগে গিয়ে টিভি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ায় এবং পরবর্তীতে অনুষ্ঠানে যোগ না দেওয়ায় শোয়েব আখতারের কাছে সাড়ে ১১ কোটি টাকা বা ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ চেয়েছে পিটিভি। পাকিস্তানের সরকারি টেলিভিশনটির দেওয়া আইনি নোটিশের বিরুদ্ধে শোয়েবও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গত মাসে ক্রিকেট কেন্দ্রিক একটি অনুষ্ঠানে সঞ্চালকের সাথে বাদানুবাদে জড়ান সাবেক এই পাকিস্তানি পেসার। এরপর রেগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে পিটিভি স্পোর্টস থেকে পদত্যাগ করেন।

ঘটনা এখানে থেমে গেলেও পারত। কিন্তু পিটিভি এবার শোয়েবকে আইনি নোটিশ পাঠিয়েছে, ক্ষতিপূরণ চেয়েছে সাড়ে ১১ কোটি টাকা।

নোটিশে বলা হয়েছে, শোয়েব পিটিভি স্পোর্টসকে অবহিত না করে দুবাই ঘুরে এসেছেন। এখানে ভারতের ক্রিকেটারদের সাথে একটি অনুষ্ঠানও করেছেন, যাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির মান ক্ষুণ্ণ হয়েছে। শোয়েবের এসব আচরণে পিটিভির ক্ষতি হয়েছে দাবি করে ১০০ মিলিয়ন পাকিস্তান রুপি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
পাকিস্তান বিশ্বকাপ জিতলে অবাক হওয়া যাবে না শোয়েব