শ্রীলঙ্কার কাছে হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জিতলেই ফাইনাল, এমনকি ড্র করলেও চলতো। কিন্তু এমন সহজ সমীকরণের ম্যাচে পেনাল্টি মিস আর শেষদিকের গোলে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ।

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় শেষ ম্যাচে মঙ্গলবার কলম্বোর রেসকোর্স মাঠে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে মারিও লেমোসের দল।

মালদ্বীপকে হারানো ম্যাচের একাদশে নিয়েই মাঠে নামে বাংলাদেশ। কর্দমাক্ত মাঠে বল ধরে রাখা কঠিন হলেও ধীরে ধীরে গুছিয়ে উঠেছিলেন জামাল ভূঁইয়ারা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়াতে শ্রীলঙ্কা। ২৫তম মিনিটেই স্বাগতিকরা পেয়ে যায় গোলের দেখা। বক্সের বাইরে থেকে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের শট ফেরালেও বল ধরে রাখতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সামনে থাকা লঙ্কান ফরোয়ার্ড ওয়াসিম রাজিক স্লাইড শটে বল জালে জড়িয়ে দেন।

গোল হজমের মিনিট ৭ সাতেক পরেই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। জামালের কর্নারে তপু বর্মণের হেড গোললাইন থেকে ফিরিয়ে লাল কার্ড দেখেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। তপুর নেওয়া স্পট কিক ক্রসবারের উপর দিয়ে উড়ে গেলে হতাশ হয় বাংলাদেশ। যোগ করা সময়ে জামালের কর্নার হৃদয় অনেকটা লাফিয়ে হেড করলে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। বল ক্লিয়ার না করায় ফাঁকায় পেয়ে যান সুশান্ত ত্রিপুরা। কিন্তু এই ডিফেন্ডারের শটও ক্রসবারের উপর দিয়ে যায়।