শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও ফাইনালে উঠবে বাংলাদেশ

এবার শ্রীলঙ্কার চার জাতি ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে দুর্বল দল ধরা হয়েছিল সেশেলসকে। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করার পর গতকাল (শনিবার) তো স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে পূর্ব আফ্রিকার ছোট্ট দেশটি। অধিনায়ক ওয়ারেন মেলির লক্ষ্যভেদে সেশেলস ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।

এই জয়ে তাদের ফাইনালে ওঠার পথ সুগম হলো। রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচে আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রতিপক্ষ মালদ্বীপ। ওই দিন রাতের ম্যাচে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের ফাইনালে উঠতে হলে এক পয়েন্ট প্রয়োজন। সেশেলসেরও তাই।

এদিকে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও সেশেলসের পয়েন্ট ৪। শ্রীলঙ্কা ও মালদ্বীপের সংগ্রহ এক পয়েন্ট করে।

কলম্বোর রেসকোর্স মাঠে রাতে স্বাগতিকদের সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছে সেশেলস। পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি। তবে ৬৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। সতীর্থের কর্নার থেকে ওয়ারেন মেলি লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। শেষ পর্যন্ত ১-০ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে সেশেলস।