সবাইকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়লেন মরগান

ইংল্যান্ড এর ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মরগান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজেদের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।

নতুন খবর হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। শারজাহতে সোমবার নিজেদের চতুর্থ ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। এই জয়ের সাথেই অনন্য এক রেকর্ডের চূড়ায় ওঠেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান। টি-টোয়েন্টিতে দেশকে সবচেয়ে বেশি জয় এনে দেওয়া অধিনায়ক এখন তিনি।

তার অধিনায়কত্বে এই সংস্করণে ইংলিশদের জয় ৪৩টি। যা যেকোন দেশের হয়ে সর্বোচ্চ। এর মধ্যে দুটিতে ইংল্যান্ডের জয় সুপার ওভারে, ২০১৫ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৯ সালে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে। অফিসিয়ালি যদিও এই ম্যাচ দুটির ফল টাই হিসেবে লেখা থাকবে।

৪২টি করে জয় নিয়ে এখন তালিকায় দুইয়ে আছে আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর ও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।