সাকিব ভাইয়ের মত খেলোয়াড় তো আসলে বাংলাদেশে নেইঃ তৌহিদ হৃদয়

পাকিস্তান সিরিজে সাকিব না থাকায় কপাল খুলতে পারে তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। যদিও সাকিবের অভাব পূরণের মত দুঃসাহসিক ভাবনা খোদ হৃদয়েরই নেই। ঘরোয়া ক্রিকেটে নিজেকে বেশ কয়েকবার প্রমাণ করলেও হৃদয় ভালো করেই জানেন, সাকিবের মাপের খেলোয়াড়ের চাহিদা পূরণ করা অন্য কারও পক্ষে সহসাই সম্ভব নয়।

আজ গণমাধ্যমের সাথে আলাপকালে তৌহিদ হৃদয় জানালেন, ‘কোন পজিশনে কে খেলবে এসব বলা কঠিন। সাকিব ভাইয়ের মত খেলোয়াড় তো আসলে বাংলাদেশে নেই। কারও রিপ্লেসমেন্ট হিসেবে খেলব এরকম চিন্তাভাবনাও করছি না। আমি শুধু নিজের দিকেই ফোকাস করছি।’

এদিকে পাকিস্তান সিরিজের পরিকল্পনায় জাতীয় লিগ থেকে ৭ ক্রিকেটারকে আনা হয়েছে জাতীয় দলের ক্যাম্পে। তাদের মধ্যে কে বা কারা সুযোগ পাবেন, সেই উত্তর সময়ের হাতে। হৃদয়রা আপাতত নিজেদের প্রস্তুত করে তুলতেই ব্যস্ত।

তৌহিদ হৃদয় জানানা, ‘যে ৭ জন এসেছি, কেন এসেছি তা নির্বাচকরা জানেন। আমাদের মূল কাজ মনোযোগ বাড়ানো। রেঞ্জ হিটিং অনুশীলন হচ্ছে। সুজন স্যার আছেন, কোচরা আছেন। অনুশীলন করছি, দেখা যাক। আল্লাহ ভরসা।’

তৌহিদ হৃদয় আরও বলেন, ‘উইকেট নিয়ে বেশি কিছু বলার নেই। যেরকম উইকেটই হোক দিনশেষে আমাদের এখানেই খেলতে হবে। ওখান থেকে ফিরে আসার তো সুযোগ নেই। পাকিস্তান সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে আমরা ভালো দল। এত সহজে আমাদের হারাতে পারবে না। তারপরও আমাদের কঠিন সময় যাচ্ছে। ভালো খারাপ হতেই পারে। আমরা যদি সেরাটা দিয়ে খেলতে পারি, ইনশাআল্লাহ্‌ ভালোভাবে ঘুরে দাঁড়াব।’