সেরা খেলোয়াড়ের তালিকার ১২৬ নম্বরে মেসি

এবার চলতি মৌসুমে শুরুর কয়েকদিন পরই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। লা লিগার দল ছেড়ে লিগ ওয়ানে পাড়ি জমালেও এখনো নিজের চেনা ছন্দে আবির্ভুত হতে পারেননি এই ক্ষুদে জাদুকর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর ইতোমধ্যেই বেশ কিছু ম্যাচ খেলেছেন মেসি।

তারমধ্যে চ্যাম্পিয়নস লিগে তিনটি গোলের দেখাও পেয়েছেন এই সুপারস্টার। কিন্তু লিগ ওয়ানে এখনও গোলের খাতা খুলতে পারেননি এই পিএসজি তারকা। শুধু গোল নয়, কোন অ্যাসিস্ট করতে পারেনি মেসি। এমনকি ম্যাচে যে প্রভাব বিস্তার করা, ভালো খেলা, সেখানেও অনেকটাই পিছিয়ে আছেন মেসি।

এদিকে হু স্কোর্ড রেটিং অনুযায়ী, লিগ ওয়ানে রেটিংস এর উপর ভিত্তি করে সেরা ফুটবলারদের তালিকা তৈরি করলে সেখানে মেসির অবস্থান ১২৬ নম্বরে। লিগ ওয়ানে এখনও পর্যন্ত যেসব ম্যাচ মেসি খেলেছেন সেখানে তার গড় রেটিংস মাত্র ৬.৭৫। যা তাকে ছিটকে দিয়েছে ১০০ জনেরও বাইরে!

তবে ৭.৩৬ রেটিংস নিয়ে তালিকার সপ্তম স্থানে আছেন নেইমার। ৭.৩৭ রেটিংস নিয়ে ৬ নম্বরে আছে পিএসজির আরেক তারকা ইদ্রিসা গুয়ে। ৭.৮০ রেটিংস নিয়ে দুই নম্বরে আছে কিলিয়ান এমবাপে। শীর্ষে থাকা পায়েটের রেটিংস ৭.৯৪।