স্টেডিয়ামে যারা পাকিস্তানের পতাকা ওড়ায়, তাদের জন্মপরিচয় জানা দরকারঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাকিস্তান- বাংলাদেশের খেলা মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে কোন দলই হার মেনে নিতে চায়না। তবে শেষ হাসি হাঁসতে হয় যে কোন এক দলকেই।

নতুন খবর হচ্ছে, যারা বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ায়, তাদের জন্ম পরিচয় জানা দরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু’স জার্নি টুওয়ার্ডস হাঙ্গার অ্যান্ড প্রোভার্টি ফ্রি প্ল্যানড ইকোনমি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানি জার্সি ও পতাকা হাতে নিয়ে একদল তরুণ ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে।

বিষয়টি বেদনাদায়ক উল্লেখ করে ড. শামসুল আলম বলেন, ‘বাংলাদেশের নাগরিক হয়ে পাকিস্তানের পতাকা ওড়ানোয় এরা কী সংকেত দিচ্ছে, এটা দেখার দরকার। স্বাধীনতার ৫০ বছর পর এটা হওয়ার কথা নয়। ওদের বাবা-মা হয়তো অন্য মতবাদের হতে পারে, তারপরও তরুণ প্রজন্মের এটা করার কথা নয়।’

সেমিনারে এক সচিব বলেন, ‘যারা পাকিস্তানের পতাকা ওড়ায়, তারা বিহারি।’ এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিহারিরাও তো এখন এ দেশে থাকে। পাকিস্তানের পতাকা নিয়ে লাফালাফি কষ্টদায়ক।’

বঙ্গবন্ধুর দর্শন প্রসঙ্গে শামসুল আলম বলেন, ‘বঙ্গবন্ধুকে আরও জানা দরকার। তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে আরও আলোচনা হওয়া দরকার। তরুণ প্রজন্ম যেন আরও বেশি করে বঙ্গবন্ধুকে জানেন। বঙ্গবন্ধুর জীবনদর্শন জানলে সমাজে অসমতা কমে যাবে।’

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদনমূলকখাতে বেশি প্রকল্প নিতে হবে। শিক্ষা ও মানসিক বিকাশ হয় এমন খাতে বেশি কাজ করতে হবে। স্বাস্থ্যসেবা খাতে গুরুত্ব দিতে হবে। ক্যানসার হলেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আরও গভীরভাবে কাজ করতে হবে।’