সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মুফতি মোহাম্মদ উল্লাহ

“মৃত্যু” এক নির্মম, কঠিন বাস্তবতার নাম। মৃত্যু এমন এক মেহমান, যে দরজায় এসে দাড়িয়ে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নেই! মৃত্যু যেকোন বয়সের, যেকোন মানুষের সামনে, যেকোন সময়ে উপস্থিত হতে পারে!

নতুন খবর হচ্ছে, চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মুফতি মোহাম্মদ উল্লাহ (৩০) নিহত হয়েছেন। তিনি পটিয়াস্থ খরনা ইসলামীয়া মাদরসায় মুফতি হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জুলুর দীঘি পাড়ে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন। এ সময় আরো ৩ মাদরাসাছাত্র গুরুতর আহত হন। নিহত মুফতি মোহাম্মদ উল্লাহ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মোজাহের তালুকদার বাড়ির মরহুম হাফেজ মাওলানা আবদুল মান্নানের ছেলে।

হাইওয়ে পুলিশ ও নিহতের চাচাতো ভাই মাওলানা মোসলেহ উদ্দিন সাইদী বলেন, সকালে মাদরাসাছাত্রসহ সিএনজি অটোরিকশাযোগে চট্টগ্রাম যাওয়ার পথে কক্সবাজার মুখি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হন পরে তাদের পটিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিসক মুফতি মোহাম্মদ উল্লাহকে মৃত ঘোষণা করেন।