হুঙ্কার দিয়ে ইতিহাস গড়া হলো না ডমিঙ্গোর

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগেও অঙ্কের মারপ্যাঁচে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে ছিল বাংলাদেশ। নিভু নিভু করে জ্বলছিল লাল-সবুজের সেমিফাইনালের স্বপ্ন। তবে এমন স্বপ্নকে বাঁচিয়ে রাখতে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না।

তবে শেষমেশ আবুধাবির মাঠে মঞ্চায়িত হলো একই চিত্রনাট্য। সুপার টুয়েলভে এ নিয়ে টানা চতুর্থ পরাজয় টাইগারদের। আজ মঙ্গলবারের (২ নভেম্বর) ৬ উইকেটের এই হারের মধ্য দিয়ে সব হিসেব চুকিয়ে বিশ্বকাপই বিদায় দিয়ে দিল বাংলাদেশকে। আর তাই আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতা।

পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠার পর সংবাদ সম্মেলনে সাকিবের হুঙ্কার, মাহমুদউল্লাহর অনুযোগ কিংবা মুশফিকের ‘আয়নায় মুখ দেখার’ মতো অনেক কথা আর গালগল্পের সাক্ষী হয়েছিল লাল-সবুজের সমর্থকরা।

কিন্তু দিনশেষে এমন ভরাডুবির দায় কতটুকুন এড়ানো যায় আসলে? প্রতিম্যাচ শেষে শিক্ষা নেওয়ার গল্প আর কতদিন তোতাপাখির মতো আওড়াবেন ক্রিকেট মাদকতায় বুঁদ থাকা সতেরো কোটি মানুষের দেশের কাণ্ডারিরা।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেও ‘দম্ভ’ কমছিল না দক্ষিণ আফ্রিকার হয়ে কখনো জাতীয় দলে না খেলা টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর। স্বদেশিদেরকে হারিয়ে ইতিহাস গড়ার বার্তা দিয়েছিলেন তিনি। এখন তিনি কি বলবেন? বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় সেরা চারে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) কি আদৌ কোনো দায় এড়ানোর সুযোগ আছে?

এদিকে নিঃসন্দেহে এবারের আসরের সবচেয়ে ব্যর্থ দল হিসেবে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিল বাংলাদেশ। টুর্নামেন্টের তুলনামূলক দুর্বল দল নামিবিয়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে নিজেদের সামর্থ্য জানান দিচ্ছে বিশ্বকে।