হেফাজত নেতাদেরকে ক্ষমা চাইতে বললেন এমপি মোকতাদির

আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালানোকারি হেফাজত নেতাদেরকে ক্ষমা চাইতে বলেছেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকেলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘যদি তারা ক্ষমা চান তাহলে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে।’

এর আগে গত মার্চ মাসে হেফাজত ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ আগামী শনিবার (১৩ নভেম্বর) উদ্বোধন হবে। ওই দিন থেকে স্টেশনে আগের মতো সব ধরণের ট্রেন যাত্রাবিরতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। বুধবার রাতে পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতি জ্বালানো হয়।

এদিন প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহনূর ইসলাম। সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম খোকন।

এ সময় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, ‘রেলওয়ে স্টেশন সংস্কার কাজের উদ্বোধনের দিন আপনারা সবাই যাবেন। সেখানে গিয়ে থুথু দিয়ে স্টেশনে তাণ্ডবকারিদের প্রতি ধিক্কার জানাবেন।’