হেরাথকে বিদায় বলতে যাচ্ছে বিসিবি!

বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের বিদায় নিশ্চিত করেছে বিসিবি। তবে এই তালিকা আরও লম্বা হতে পারে। পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে থাকছেন না স্পিন কোচ রঙ্গনা হেরাথও।

তবে কি তাকেও বিদায় করতে যাচ্ছে বিসিবি। রায়ান কুকের সিদ্ধান্ত নিলেও এখনো রঙ্গনা হেরাথের ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

এদিকে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “রায়ান কুক আর টিম বাংলাদেশের সঙ্গে থাকছেন না- এটা নিশ্চিত। রঙ্গনা হেরাথের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তিনি পাকিস্তানের সঙ্গে সিরিজে কাজ করবেন না”।

তিনি আরও বলেন, ‘তবে রঙ্গনা হেরাথের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সেটা বিসিবির পরিচালক পর্ষদের পরবর্তী সভায় নেয়া হবে। হেরাথ এবার পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকবেন না।’