১৫ নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

প্রাণঘাতী করোনা ভাইরাসের তান্ডবের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল সোয়া ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেণ তিনি।

এ সময় হাইকমিশনার বলেন, ১৫ নভেম্বর থেকে আমরা ট্যুরিস্ট ভিসা চালু করছি। যাতে করে বর্তমান করোনাকালেও ভ্রমণ করা যায়। এখন ১২০ দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে অবস্থান করা যাবে এবং শুধু আকাশ পথের জন্য। কারণ এখনো সব জায়গায় করোনার ভয় আছে। আশা করছি, দ্রুত সড়ক ও রেলপথে ভারত ভ্রমণের জন্যও ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।