শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল বাংলাদেশ

এবার চার জাতি টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান দল সেশলসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স গ্রাউন্ডে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে বাংলাদশকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহিম।

আজ শুরুর দশ মিনিটে সেলশস রক্ষণভাগকে বেশ চাপে রাখে জামালরা। একটি কর্ণারের পাশাপাশি তিনটিসেট পিস পায় বাংলাদেশ, তবে তা কাজে লাগাতে পারেনি সাদ,সুমনরা। ১৪তম মিনিটে জিকোকে পরীক্ষা নেন সেশলস অধিনায়ক স্টেভ বেনোয়েত। বক্সের খানিকটা বাইরে থেকে ডান পায়ের জোড়াল শট নিলে তা ঠেকিয়ে দেন জিকো।

১৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহিম। নিজেদের অর্ধ থেকে বাদশার বাড়ানো বল সাদ উদ্দিন নিজের নিয়ন্ত্রণে নিতে না পারলে সেখান হেকে বল পেয়ে যান ইব্রাহিম। সেশলসের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মধ্যে ঢুকে দূরের পোস্টে বল জড়ান এই উইঙ্গার। এ নিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক গোল করলেন তিনি।

ম্যাচে এগিয়ে গিয়ে কিছুটা আক্রমণাত্বক খেলতে থাকে বাংলাদেশ। ৩০তম মিনিটে বক্সের মধ্যে ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি অধিনায়ক জামাল ভুঁইয়া। বিরতিতে যাওয়ার আগে দারূণ এক সুযোগ পেয়েছিল ইব্রাহিম কিন্তু ত্তার দূর্বল শট জাল খুঁজে পায়নি।

ডান দিক থেকে সাদ উদ্দিনের বাঁকানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ইব্রাহিমের উদ্দেশ্যে কাট ব্যাক করেন রাকিব কিন্তু ফাঁকা পেয়েও গোল করতে ব্যর্থ হন প্রথম গোল করা ইব্রাহিম। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি সেশলস।