রাজধানীর খাল দখল মুক্ত করতে নামানো হচ্ছে সেনাবাহিনী

খাল দখল ঠেকাতে এবার মাঠে নামানো হচ্ছে সেনাবাহিনীকে। পয়লা জানুয়ারি থেকে খালের সীমানা নির্ধারণে কাজ শুরু করবে তারা। সীমানা নির্ধারণ করে পিলার বসানো হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এদিকে মশার উপদ্রব কমাতে ঢাকার বিভিন্ন সংস্থাকে তাদের জলাশয় পরিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।

দখল-দূষণে বিপন্ন রাজধানীর বেশির ভাগ খাল। কোনো কোনো খালের ১০ ভাগের নয় ভাগই দখল হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট ও দোকানপাট।

গত বছরের ৩১ ডিসেম্বর খালের দায়িত্ব পেয়ে জানুয়ারিতে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নামে ডিএনসিসি। কিন্তু সীমানা নির্ধারণ করে খাল দখলমুক্ত করতে নানা বাধার মুখে পড়তে হয়।

তাই এবার সহায়তা নেয়া হচ্ছে সেনাবাহিনীর। তারা খালের সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দেবে। এরপর অবৈধ দখল উচ্ছেদ করবে উত্তর সিটি করপোরেশন।

এদিকে রাজধানীর খালগুলো অপরিষ্কার থাকার কারণে উপদ্রব বেড়েছে কিউলেক্স মশার।বৃহস্পতিবার থেকে মশা নিধনে শুরু হয়েছে বিশেষ অভিযান। এসময় বিভিন্ন সংস্থার অধীনে থাকা খাল ও ডোবা পরিষ্কারের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

যেখানে কিউলেক্স মশার বংশ বিস্তারের ক্ষেত্র মিলবে সেখানে জরিমানা বা মামলার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।